সবারজন্য ডটকম

মঙ্গলবার, 28 জানু 2025
প্রিয় পাখি ভাইয়ের উদ্দেশ্যে

তোমার বিদায়ে শূন্য এ বুক
বালুচর মরুভূমি,
শ্রাবণের ধারা হয়ে কি আবার
ফিরে আসবে তুমি?
 
তোমার বিদায়ে সবার চোখে জল,
স্তব্ধ ধরণী,
তুমি আছো সবার হৃদয়ে,
কে বলেছে তুমি মরেছ?
তুমিতো মরনি।