সবারজন্য ডটকম

সোমবার, 02 অক্টো 2023
Main » 2012 » মার্চ » 4 » ভাবনা
10.47.18 PM
ভাবনা
সান্তনা
মোঃ মনিরুল ইসলাম
মানসিক প্রশান্তি ছাড়া জীবনে সুখের চিন্তা করা যায় না।
আমরা সবসময় না পাওয়ার অতৃপ্তিতে ভুগী। অথচ একবারও চিন্তা করিনা যে, যা কিছু পাওয়ার অপূর্ণতায় ভুগছি, তা পেলে তা কি আমার উপকার না ক্ষতি হতো। যদি আমরা ভাবতে পারি না পাওয়াই উপকার, বরং পেলেই ক্ষতি হতো, আর তাই মহান সৃষ্টিকর্তা আমাকে ঐ ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন। তবেই প্রশান্তি আসবে। অন্যথায় জীবন ধ্বংসের পথে এগুবে। তাই আমি নিজেকে এই বলে সান্তনা দেওয়ার চেষ্টা করি। অনেক চাওয়ার মধ্যে না পাওয়াগুলি ছিল আমার জন্য ক্ষতি বা অপ্রয়োজন তাই বিধাতা আমাকে তা দেন নাই। কারন আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা কখনোই সৃষ্টির অমঙ্গল চান না।
Views: 555 | Added by: mim | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]