সবারজন্য ডটকম

বুধবার, 02 জুলা 2025
Main » 2012 » আগস্ট » 28 » ছড়া
2.48.13 PM
ছড়া

রাতুল মামা

 মোঃ মনিরুল ইসলাম ৫ আগস্ট ২০১২ সৌদি আরব

 

রাতুল মামার

চশমা দেখ

নাকের উপর বসে,

রাতুল মামার

কান দুখানা

ধরছে দারুন! কষে।

 

রাতুল মামার

টাই টা দেখ

ঝুলছে গলা ধরে,

রাতুল মামা শুনবে

তবে ডাকতে হবে জোড়ে।

 

রাতুল মামা

চলছে দেখ

নাগরা জুতা পায়,

এমনি করে

রাতুল মামা

নিত্য দিনই যায়।

Views: 896 | Added by: mim | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]