সবারজন্য ডটকম

শনিবার, 27 এপ্রি 2024
Main » 2012 » সেপ্টেম্বর » 2 » জোরে গান শোনার খেসারত!
10.13.27 AM
জোরে গান শোনার খেসারত!
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গারাজ্যে বসবাসকারী এক নারী জয়েস কফি ২৬ ঘণ্টার মধ্যে ৪ বার গ্রেপ্তার হয়েছেন। কারণ, উচ্চশব্দে গান শোনা। এসি/ডিসির জনপ্রিয় গান হাইওয়ে অব হেল ও অন্য কয়েকটি গান বেশ উচ্চশব্দে বাজাচ্ছিলেন তিনি। একটি ফ্রাইং প্যান ছুঁড়ে মারার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অনলাইন এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার বিকেলে পুলিশ প্রথমে ওই মহিলাকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করেননি জয়েস। এর ঠিক ১ ঘণ্টার মাথায় তাকে প্রথমবারের মতো গ্রেপ্তার করে পুলিশ। কিছুক্ষণ আটকে রেখে ছেড়ে দেয়া হয় তাকে। এরপর আবার ৫ ঘণ্টার মাথায় একই কারণে গ্রেপ্তার করা হয় তাকে। আবারও ছেড়ে দেয়া হয়। গত বুধবার ভোরে আবারও হাতকড়া। এবার আরও জোরে গান বাজাচ্ছিলেন তিনি। ওদিকে জয়েসের ভাইয়ের ছেলে ওই বাড়ি থেকে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র বের করছিলেন। এ সময় হাতে থাকা ফ্রাইং প্যানটিই তার দিকে ছুঁড়ে মারেন। গত শুক্রবার জয়েস আবারও জেলে যান। তার কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এক রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় আদালতের এক বিচারক জয়েসকে হেডফোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
Views: 665 | Added by: mim | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]