Main » 2012 ফেব্রুয়ারী 13 » কবিতা
12.05.18 PM কবিতা |
আমি বাংলাদেশী -মোঃ মনিরুল ইসলাম আমি বাংলাদেশী মানুষ থাকি সর্বদাই বেহুঁশ, ... আমার থাকেনা কোন নীতি করি চাকুরী খাই আমি ঘুষ। আমি রাজনীতি করি জনগণের নেতা, গালভরা বক্তৃতায় প্রতিশ্রুতি দেই অনেক ক্ষমতা পাওয়ার আশায়, ক্ষমতায় গেলে ভুলে যাই সব থাকেনা মনে প্রতিশ্রুতির কথা। আমি সমাজপতি বিচার, শালিশী করে বেড়াই, অন্যায়-অত্যাচার করি, তবুও করি বড়াই। টাকার নেশায় আমার থাকেনা তো হুঁশ। |
|
Total comments: 0 | |