সবারজন্য ডটকম

শুক্রবার, 29 মার্চ 2024
Main » 2012 » ফেব্রুয়ারী » 13
চেষ্টা কর
------------মোঃ মনিরুল ইসলাম

সুখ ছিল যে, আমাদের দেশে
আগের জমানায়
... এখন দেখি দুঃখ শুধু,
সুখ গেল কোথায় ?

সবার অন্তরে যে সুখ
আছে লুকিয়ে,
জ্ঞান করে যে ঘুরে
সুখ তাকে দেয় বুঝিয়ে।

এই দুনিয়ায় যত কষ্ট
কর তুমি ভাই,
সুখ পেলেও দেখবে সে সুখ
আগের মত নাই।

দুঃখ আছে আগের মত
মোদের আদর পেয়ে,
অন্য বস্ত্র, খাদ্য সে সময় মত পেয়ে

আগের মত সুখটা বল
কেমন করে রবে?
সময় মত পায়নি সে কিছু
পেলেও পেয়েছে পরে।

এখন সবাই সুখের অন্য
সময় মত দাও,
দুঃখের বোঝা বাদ দিয়ে সবাই
সুখের বোঝা নিয়ে যাও।

Views: 548 | লেখক: mim | তারিখ: 13 ফেব্রু 2012 | মন্তব্য সমূহ (1)

জীবন নদী
--মোঃ মনিরুল ইসলাম

পদ্মা নদীর ভাঙ্গন দেখে
কাঁদে আমার মন,
... জীবন নদীর ভাবনা ভেবে
মন করে কত গান।

নদী বয়ে চলে যায়
সাগর নীড়ে,
মন বয় ভাবনায়।

নদীর জায়গা
সাগর তলে,
মনের জায়গা কোথায়?

নদী করে উথাল-পাথাল,
মন করে পাগলামি,
এই জীবনের জায়গা খুঁজে
ভাঙ্গছে জীবন নদী।

Views: 531 | লেখক: mim | তারিখ: 13 ফেব্রু 2012 | মন্তব্য সমূহ (0)

ত্যাগী
মোঃ মনিরুল ইসলাম, ৪ ফেব্রু ২০১২

তুমি ত্যাগী
তুমি ভোগী নও।
... দৃশ্যত তোমায়
ব্যর্থতা মনে হলেও,
বস্তুত তুমি স্বার্থক ।

সমাজের গুটি কয়েক লোক
তোমাকে ভৎস করলেও
তুমি বিচলিত হইও না।
কারন তুমি
বরেণ্য শ্রেণীর অনুকরণীয়।

তোমার ভালবাসা, আলোচনা,
প্রকাশ্যে যত
গোপনে তারও বেশী,
কারন তোমার ত্যাগে বিশ্বাস।
ভোগের কারনে কেন?
হবে তুমি অবিশ্বাসী।

Views: 508 | লেখক: mim | তারিখ: 13 ফেব্রু 2012 | মন্তব্য সমূহ (0)

আমি বাংলাদেশী
-মোঃ মনিরুল ইসলাম

আমি বাংলাদেশী মানুষ
থাকি সর্বদাই বেহুঁশ,
... আমার থাকেনা কোন নীতি
করি চাকুরী
খাই আমি ঘুষ।

আমি রাজনীতি করি
জনগণের নেতা,
গালভরা বক্তৃতায়
প্রতিশ্রুতি দেই অনেক
ক্ষমতা পাওয়ার আশায়,
ক্ষমতায় গেলে ভুলে যাই সব
থাকেনা মনে প্রতিশ্রুতির কথা।

আমি সমাজপতি
বিচার, শালিশী করে বেড়াই,
অন্যায়-অত্যাচার করি,
তবুও করি বড়াই।
টাকার নেশায় আমার
থাকেনা তো হুঁশ।

Views: 520 | লেখক: mim | তারিখ: 13 ফেব্রু 2012 | মন্তব্য সমূহ (0)