
Main » 2012 » ফেব্রুয়ারী » 13 » কবিতা
12.09.35 PM কবিতা |
চেষ্টা কর ------------মোঃ মনিরুল ইসলাম সুখ ছিল যে, আমাদের দেশে আগের জমানায় ... এখন দেখি দুঃখ শুধু, সুখ গেল কোথায় ? সবার অন্তরে যে সুখ আছে লুকিয়ে, জ্ঞান করে যে ঘুরে সুখ তাকে দেয় বুঝিয়ে। এই দুনিয়ায় যত কষ্ট কর তুমি ভাই, সুখ পেলেও দেখবে সে সুখ আগের মত নাই। দুঃখ আছে আগের মত মোদের আদর পেয়ে, অন্য বস্ত্র, খাদ্য সে সময় মত পেয়ে আগের মত সুখটা বল কেমন করে রবে? সময় মত পায়নি সে কিছু পেলেও পেয়েছে পরে। এখন সবাই সুখের অন্য সময় মত দাও, দুঃখের বোঝা বাদ দিয়ে সবাই সুখের বোঝা নিয়ে যাও। |
|
Total comments: 1 | ||||||
|