Main » 2012 ফেব্রুয়ারী 13 » কবিতা
12.08.13 PM কবিতা |
জীবন নদী --মোঃ মনিরুল ইসলাম পদ্মা নদীর ভাঙ্গন দেখে কাঁদে আমার মন, ... জীবন নদীর ভাবনা ভেবে মন করে কত গান। নদী বয়ে চলে যায় সাগর নীড়ে, মন বয় ভাবনায়। নদীর জায়গা সাগর তলে, মনের জায়গা কোথায়? নদী করে উথাল-পাথাল, মন করে পাগলামি, এই জীবনের জায়গা খুঁজে ভাঙ্গছে জীবন নদী। |
|
Total comments: 0 | |