সবারজন্য ডটকম

বুধবার, 08 জানু 2025
Main » 2012 » ফেব্রুয়ারী » 22
বায়ান্ন'র একুশ
-----মোঃ মনিরুল ইসলাম

বায়ান্ন'র একুশ ফেব্রুয়ারী ছিল
বাংলা ভাষা অধীকার আদায়ের চূড়ান্ত ক্ষণ,
সেই স্মৃতিগুলো আজও ভুলতে পারিনা
এখনও মনে জাগে প্রতিক্ষণ।

মিছিল, সভা, পতাকা স্লোগান, ভাষণ,
মিছিলে গুলি, রক্তে ভেজা জামা, নিথর দেহ
লাশ দেখে ভীত হয়নি কেউ,
আর তাই অধীকার আদায় হয়েছিল।

তখন ভয় করিনি, বিচলিত হয়নি,
সাহস নিয়ে সামনে চলেছি শুধু
কিন্তু আজ ভয় হয়, বিব্রত বোধ করি।
বাংলা ভাষা নিয়ে।
Views: 588 | লেখক: mim | তারিখ: 22 ফেব্রু 2012 | মন্তব্য সমূহ (0)