বিশ্ব ভালবাসা দিবস এবং কিছু কথা মোঃ মনিরুল ইসলাম আজ ১৪ ফেব্রুয়ারী, বিশ্ব ভালবাসা দিবস, এ দিবস উপলক্ষে নানান আয়োজন আমরা লক্ষ্য করে থাকি। কেন ১৪, ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস পালন করা হয়, কিভাবে এর সূচনা হয়েছিল। আসুন জেনে নেই বিশ্ব ভালবাসা দিবসের ইতিহাস।
ইতিহাসঃ ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দি করেন। কারণ তখন রোমান সাম্রাজ্য খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দি অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদন্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাস
...
বিস্তারিত »
|
|